বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত 'রঙ্গুন' ছবিটি হিটের তকমা পায়নি। কিন্তু দুই নায়কের নাম ছাপিয়ে প্রশংসা আদায় করে নিয়েছেন এই অভিনেত্রী। তাই বাজারদর তার এখনও তুঙ্গে।
তবে এখন আর বাজারদরের কথা মাথায় রেখে সিনেমা করেন না বলিউডের এই কুইন। কারণ এখন তার লক্ষ্য অন্য৷ শোনা যাচ্ছে, এবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে এই নায়িকাকে। তবে তার আগে অভিনয় নিয়ে নিজের এক্সপেরিমেন্ট চালাতে একটু পিছপা হন না তিনি। তাই 'রঙ্গুন'-এর পরই হংসল মেহতার পরিচালনায় ‘সিমরান’ রূপে পর্দায় হাজির কঙ্গনা রানাওয়াত।
আর এই নতুন ছবি দিয়ে ফের লাইম লাইটে চলেন আলোচিত-সমালোচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিশাল ভরদ্বাজের 'রঙ্গুন'-এর থেকে একেবারে ভিন্ন মেজাজে দেখা যাবে তাকে। নিজের লুক নিয়েও করেছেন এক্সপেরিমেন্ট৷ টিজারেই সামনে এসেছে তার এই বৈচিত্র।
তবে সংলাপের মাধ্যমে নয়, পুরো টিজারই তুলে ধরা হয়েছে সংগীতের সাহায্য নিয়ে। টিজার মুক্তির আগেই ছবির কাহিনি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল বলিউড টাউনে। একপক্ষ বলছেন এটি একটি সাসপেন্স থ্রিলার। যার সঙ্গে বর্ণবিদ্বেষমূলক প্রসঙ্গও জড়িত রয়েছে। আবার আরেক পক্ষ বলছেন, ছবির কাহিনি এক এনআরআই গুজরাটি নারীকে কেন্দ্র করে। নিজের স্বামীকে ঋণের দায় থেকে বাঁচাতে এক ব্যাংক ডাকাতির ফন্দি আঁটেন যিনি। তবে আসল কাহিনি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন কঙ্গনা ও তার পরিচালক।
তবে বিশেষজ্ঞদের ধারণা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র সৌজন্যে বলিউডে 'সিমরান' নামের যে সংজ্ঞা তৈরি হয়েছে, তা পাল্টাতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। আর এই নতুন ‘সিমরান’কে সামনে রেখেই বক্স অফিসের লড়াইয়ে নামছেন পরিচালক হংসল মেহতা।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১