এক সময় দু'জনের মাঝেই প্রেম ছিল, ভালোবাসা ছিল। তবে সময়ের পরিহাসে এখন আর তারা এক সঙ্গে নেই। সম্পর্কে নেই, তবে একসঙ্গে সিনেমায় আছেন। আর সেই সিনেমাতে তারা প্রেমেই আছেন। বলছিলাম সালমান খান আর ক্যাটরিনা কাইফের কথা।
আপাতত এই তারকা জুটি ব্যস্ত‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি নিয়ে। আর সেই কারণেই সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন শ্যুটিং লোকেশনে দেখা যাচ্ছে এই দু’জনকে। সেই সঙ্গে ছবিও পোস্ট হচ্ছে টুইটারে।
সালমান খান তো আবার আগাগোড়াই শার্টলেস থাকতে ভালবাসতেন, শোনা যায় যে ছবিতে তিনি শার্ট খুললেন সে ছবিই সুপার-ডুপার হিট। এখন শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফে সালমানের শার্টলেসের ছবি উঠে এল ইন্সটাগ্রামে। আর সেই ছবি পোস্ট করলেন তার সাবেক প্রেমিকা স্বয়ং ক্যাটরিনা।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯