ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় 'মিস ম্যাচ' শিরোনামের একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন সাফা কবির। নাটকে তার বিপরীতে দেখা যাবে জন কবিরকে।
জন কবির আবির চরিত্রে অভিনয় করেছেন। ফাইজা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। নাটক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এতে অনেক সংকটের সম্মুখীন হতে হয় আমাকে। দর্শক আমাকে অসম প্রেম করতে দেখবেন নাটকের কাহিনীতে। এমন গল্পে আগে কখনো কাজ করা হয়নি। জন ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক মজাও করেছি। 'মিস ম্যাচ' নাটকটি দর্শকরা পছন্দ করবেন।
'মিস ম্যাচ' নাটকটি আরটিভিতে দেখানো হবে ঈদের সপ্তম দিন রাত ১০টায়।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৭/ফারজানা