হৃতিক-কঙ্গনার লড়াইয়ে ফের নতুন মাত্রা যোগ করলেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। কঙ্গনার নগ্ন ছবি কেন হৃতিক ফাঁস করেছিলেন, সে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় হৃতিকের বিরুদ্ধে অভিযোগ আনলেন রঙ্গোলি।
কঙ্গনার বোন টুইটারে লেখেন, ‘হৃতিক ডিগনিটির কথা বলেন। সন্তানদের কাছে উদাহরণ হয়ে থাকার কথা বলেন। এমনকী তিনি এও বলেছেন, কঙ্গনা ইস্যুতে এখন যা যা করছেন সবই সন্তানদের কথা ভেবে। যদি তাই হবে, আমার হৃতিকের কাছে প্রশ্ন, সাবেক প্রেমিকার প্রতি বাবার দুর্বলতা দেখে ছেলেরা কী ভাববে? আর সেই তরুণীর নগ্ন ছবি ফাঁস করে দেওয়ার ঘটনাটাই বা কী ভাবে দেখবে হৃতিকের ছেলেরা?’
যদিও কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় হৃতিক লেখেন, ‘‘আমাকে একটা নোংরা বিষয়ের মধ্যে টেনে আনা হয়েছে। সত্যি কথাটা হল, সারা জীবনে ওই নারীর সঙ্গে আমার সে ভাবে সাক্ষাৎ হয়নি। হ্যাঁ, আমরা এক সঙ্গে কাজ করেছি বটে, তবে একান্তে কখনও সময় কাটাইনি।’’
তবে রঙ্গোলির নতুন অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি হৃতিক।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন