দীর্ঘদিন পর এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতিতে আড্ডা দিয়েছেন স্বনামধন্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিজেই এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে তিনি এ টি এম শামসুজ্জামানের সঙ্গে ছবিও দিয়েছেন।
শনিবার এফডিসিতে 'পাঙ্কু জামাই' ছবির শুটিং করছিলেন এ টি এম শামসুজ্জামান। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান।
শ্যুটিং থেকে জায়েদ খানের আমন্ত্রণে এ টি এম শামসুজ্জামান শিল্পী সমিতিতে যান। জায়েদ খান বলেন, ১৫ বছর পর তিনি চলচ্চিত্র শিল্পী সমিতিতে এসেছেন। অনেক গল্প করেছি। তার সঙ্গ পেয়ে খুবই ভালো লেগেছে। তিনি শিল্পী সমিতির পরিবেশ দেখে প্রশংসা করেছেন।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৭/ফারজানা