বিয়ে করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। অবাক হলেও কিন্তু এটাই সত্যি। রাজকুমার নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছেন সেই কথা। এমনকী বিয়ের তারিখও জানিয়ে দিয়েছেন অভিনেতা। বিয়ে নাকি হচ্ছে আগামী ১০ নভেম্বর।
আসলে, ‘ট্র্যাপড’, ‘নিউটন’-এর হ্যাংওভার কাটিয়ে রাজকুমার রাও ফের ফিরতে চাইছেন কমেডি ছবিতে। অভিনয় করতে চাইছেন ‘ব্যাহেন হোগি তেরি’, ‘বরেলি কি বরফি’র মতো সুপারহিট রোম্যান্টিক কমেডি ফিল্মে। ইতিমধ্যে তেমন একটি ছবির শুটিংও সেরে ফেলেছেন বলিউডের এই নতুন তারকা।
ছবির নাম ‘শাদি মে জরুর আনা’। রত্না সিনহা পরিচালিত এই ছবিতে রাজকুমারের নায়িকা ‘রাজ ফোর’ খ্যাত কৃতী খরবন্দা। এই ছবিরও শুটিং হয়েছে ভারতের উত্তরপ্রদেশে।
রাজকুমার নিজেই ছবির কথা জানিয়ে টুইট করেছেন এবং লিখেছেন, ‘‘১০ নভেম্বর বিয়ে। শাদি মে জরুর আনা’’। ছবির প্রথম ঝলকও রয়েছে তাঁর টুইটারে।
ছবির চিত্রনাট্যে সাধারণ এক কাপলের বিয়ে করার গল্প বলা হয়েছে। চরিত্রগুলির নাম সত্যেন্দ্র মিশ্র এবং আরতি শুক্ল। কিন্তু টুইস্ট হয়, যখন আরতি বিয়ে না করে তার স্বপ্নপূরণে আগ্রহী হয় এবং সত্যেন্দ্রর থেকে দূরে সরে যায়। যদিও ছবির শেষে তাদের মিল দেখানো হয়েছে। তবে কীভাবে সেই দুই মেরু এক হয়, তার জন্য বোনা হয়েছে এক মজার গল্প। ‘শাদি মে জরুর আনা’ মুক্তি পাওয়ার কথা আগামী ১০ নভেম্বর।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর