অভিনেতা‚ পরিচালক‚ চিত্রনাট্য লেখক‚ প্রযোজক‚ প্লেব্যাক সিঙ্গার এবং গীতিকার। সব কিছুতেই সমান পারদর্শী উনি। এত কিছুর পাশাপাশি জীবনে এসেছে বহু নারী। কিন্তু ৬৩ বছর বয়সেও উনি একা।
বলছিলাম কমল হাসানের কথা। বিগত অভিনেত্রী শ্রীবিদ্যা‚ নৃত্যশিল্পী বাণী গণপতি‚ গুজরাটি অভিনেত্রী সারিকার থেকে অভিনেত্রী শিমরন বগ্গা এবং সর্বশেষ গৌতমী‚ কমলের লাভলাইফ বারবার খবরের শিরোনাম উঠে এসেছে। বারবার দেখা গেছে 'অন্য নারীর' কারণে সম্পর্ক ভেঙেছে কমলের। এদের মধ্যে শুধুমাত্র সারিকা আর বাণীকে বিয়ে করেন উনি।
ক'দিন আগে একটা সাক্ষাৎকারে কমল বলেন, আমি কোনদিনই বিয়েতে বিশ্বাসী নই। বেশির ভাগ ক্ষেত্রেই বিয়ে করতে বাধ্য করা হয়। আমার কোনদিনই বিয়ে করার ইচ্ছা ছিল না। বাণী কিছুতেই লিভ ইন রিলেশনশিপে থাকতে চাইলো না বলে ওকে বিয়ে করেছিলাম। আর আমাদের সমাজ এমনই যে সারিকার সাথে দুটো মেয়ে হওয়ার পরেও আমরা একসঙ্গে হোটেলে রুম বুক করতে পারতাম না। তাই বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমরা।
শ্রীবিদ্যা
ক্যারিয়ারের প্রথমদিকে সম্ভবত সাত-এর দশকে কমল অভিনেত্রী শ্রীবিদ্যার সাথে সম্পর্ক হয়। কমলের থেকে দু'বছরের বড় ছিলেন অভিনেত্রী। দু'জনে একসঙ্গে কয়েকটা ছবিতেও অভিনয় করেছেন ওরা। কিন্তু ওদের প্রেম বেশিদিন টিকলো না। পরে শ্রীবিদ্যাসহ পরিচালক জর্জ থমাসকে বিয়ে করেন। ২০০৬ সালে শ্রীবিদ্যা মারা যান। অসুস্থ থাকার সময় কমল ওর সাথে দেখা করতে গিয়েছিলেন।
বাণী গণপতি
শ্রীবিদ্যার সাথে ব্রেক আপের ক'দিনের মধ্যে কমলের জীবনে পা রাখেন বিখ্যাত নৃত্যশিল্পী বাণী গণপতি। ওদের কীভাবে আলাপ তা জানা যায়নি। তবে শোনা যায় কমলের এক বন্ধু ওদের আলাপ করিয়ে দিয়েছিলেন। বিয়ে নামক প্রতিষ্ঠানে বিহ্স্বাসী না হলেও বাণীকে বিয়ে করেন কমল। কারণ কমলের সাথে লিভ ইন সম্পর্কে থাকতে রাজি হননি বাণী।
বিবাহিত জীবনে দু'জনে সুখেই ছিলেন কিন্তু বিয়ের ১০ বছরের মাথায় কমলের জীবনে আসেন সারিকা।
বাণীর সাথে বিচ্ছেদ হয়ে যায় ওর। শোনা যায় বাণী কনসিভ করতে পারছিলেন না বলে নাকি অন্য নারীর প্রেমে পড়েন কমল।
সারিকা
কমল ও সারিকা প্রথম থেকেই ওদের সম্পর্কের কথা লুকিয়ে রাখেননি। বাণীর সাথে বিবাহ বিচ্ছেদের আগেই কমল সারিকার সাথে থাকতে আরম্ভ করেন। বিয়ের আগেই ওদের দুই মেয়ে শ্রুতি আর আকসরা জন্মায়। সমাজের চাপে অবশেষে ১৯৮৮ সালে সারিকার সাথে বিয়ে হয় কমলের। এর বহুদিন বাদে ২০০২ সালে কমল ও বাণীর আইনত বিবাহ বিচ্ছেদ হয়।
কমল ও সারিকার মধ্যে সব ঠিক চলছিল কিন্তু ওদের মধ্যে অন্য এক নারী আসে। সেই নারী হলেন গৌতমী। উনি আবার সারিকার বেস্ট ফ্রেন্ড ছিলেন। এই একই সময় কমলের জীবনে আসেন শিমরন বগ্গাও।
গৌতমী
শিমরনের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কমল গৌতমীর সাথে থাকতে আরম্ভ করেন। ১০ বছরেরও বেশি একসঙ্গে থাকার পর ২০১৬ সালে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ওরা। গৌতেমী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই খবর ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত