অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করেছেন মার্কিন পপ সঙ্গীততারকা লেডি গাগা। টুইটারের মাধ্যমে শনিবার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন গাগা। তীব্র ব্যথার কারণে 'জোয়ান ওয়াল্ড ট্যুর' শিরোনামে এ সঙ্গীত সফর বাতিল করেছেন গাগা।
বর্তমানে বাড়িতেই আছেন গাগা। জানিয়েছেন, এখন সবার আগে সুস্থ হয়ে উঠতে চান তিনি। পরে অন্য কিছু নিয়ে ভাবা হবে। অসুস্থতার জন্য আর ইউরোপ যাওয়া হচ্ছে না গাগার। আগামী সপ্তাহেই ইউরোপের লন্ডন ও ম্যানচেস্টার শহরে কনসার্ট করার কথা ছিল তার।
এই সিদ্ধান্ত নেয়া গাগার জন্য বেশ কঠিন ছিল বলে টুইটারে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, 'গাগা খুবই দুঃখিত। ইউরোপীয় ভক্তদের জন্য পারফর্ম করতে না পারায় তিনি নিজেও কস্ট পাচ্ছেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন। ' সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা