সবার সামনে রণবীর সিংয়ের কাছে ক্ষমা চাইলেন বলিউড বাদশা শাহরুখ খান৷ ট্যুইটারে কিং খান বললেন, “আমি তো তোমাকে চিনতেই পারিনি৷” তবে এই ক্ষমা চাওয়া কিন্তু প্রশংসাসূচক৷
পদ্মাবতে রণবীরকে দেখে অভিভূত কিং খান৷ তার প্রশংসা করতে গিয়েই শাহরুখ বলেন, “তোমাকে তো চিনতেই পারিনি৷ কারণ তুমি আমার জন্য খিলজি৷”
সম্প্রতি রণবীর-দীপিকা-শহিদ অভিনীত পদ্মাবত দেখতে গেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান৷ সেখানে রণবীরের অভিনয় দেখে মুগ্ধ শাহরুখ৷ শিল্পীই তো শিল্পীর কদর বোঝে৷ তাই জুনিয়রের প্রশংসা করতে কৃপণতা করেননি শাহরুখ৷
রণবীর নিজে কিং খানের খুব বড় একজন ফ্যান৷ ফলে পদ্মাবত রিলিজের পর তার অভিনয় শাহরুখের কতটা পছন্দ হয়েছে তা জানতে যথেষ্ট আগ্রহী ছিলেন রণবীর৷ এমনকী শাহরুখকে মতামত দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় অনুরোধও করেন তিনি৷ তারই প্রত্যুত্তর দেন শাহরুখ৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর