একজন ঢালিউড সুপারস্টার শাকিব খান, অন্যজন খল অভিনেতা টাইগার রবি। আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ে অংশ নিতে দু'জনই এখন অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।
রবিবার শাকিব-রবির মুখোমুখি দাঁড়ানো এই ছবিটি ফেসবুকে প্রকাশ করেছেন রবি নিজেই। ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন সুপার হিরোর সেটে ‘সুপার হিরো’ ভার্সেস ‘সুপার ভিলেন’।
'সুপার হিরো'র নায়ক শাকিব খান। আর ছবিটির মূল খল চরিত্রে অভিনয় করছেন টাইগার রবি। এতে তাকে একজন আন্তর্জাতিক খুনি হিসেবে দেখা যাবে, যিনি বিশ্বের গুরুত্বপূর্ণ মানুষদের খুন করার চুক্তি নেন।
জানুয়ারির শেষের দিকে ‘সুপারহিরো’ ছবির শুটিং শুরু হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান ও শম্পা রেজা প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব