‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র হাত ধরে বলিউডে পা রাখেন দিশা পাটনি। আর প্রথম ছবিতেই অভিনয় দিয়ে মানুষের মনে দাগ কেটেছিলেন তিনি। তবে এবার নতুন কোনো ছবি নয়, সম্প্রতি তার শৈশবের একটি ছবির কারণে আলোচনায় এসেছেন।
কিছুদিন আগের ঘটনা। ভারতের একটি গণমাধ্যম দিশার সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার একটি ছবির সঙ্গে বর্তমানের একটি ছবি জুড়ে দিয়ে লিখেছে, দেখুন দিশার বিশাল পরিবর্তন। এরপর লেখা হয়, দেখুন এক সময়ের ‘কুৎসিত’ দিশা কতটা বদলে গেছেন।
সেই লেখাটি দিশার নজরে আসতেই রেগে আগুন হয়ে যান অভিনেত্রী। তারপর সেই টুইটের স্ক্রিনশট নিয়ে দিশা তাঁর টুইটারে সেই গণমাধ্যমের উদ্দেশ্যে পাল্টা লেখেন, ‘আপনারা একদম সঠিক। ক্লাস সেভেনে পড়ার সময় আমার উচিত ছিল সুন্দর একটা গাউন পরে এবং চুল ও মেকআপ করে স্কুলে যাওয়া। সত্যিই আমি খুব ‘কুৎসিত’ বাচ্চা ছিলাম। তাই আমি লজ্জিত, তবে আপনারা এর চেয়ে ভাল এবং গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পেলেন না দেখে আরও অবাক হলাম’।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব