ফ্যাশন হাউজ খুলেছেন একসময়ের পর্দাকাঁপানো নায়িকা সাহারা। সম্প্রতি বনানীর ওই ফ্যাশন হাউজে সাহারার আমন্ত্রণে ভিড় জমান চলচ্চিত্র তারকারা। শাবনূর, রেসি, ওমর সানী, মৌসুমী, কেয়া, নূতন, অমিত হাসান, আমিন খান, নাসরিন, দিঠি চৌধুরী, মুশফিকুর রহিম গুলজারসহ অনেকে।
গত চার বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন সাহারা। অভিনয় ছাড়ার পর বর্তমানে স্বামী-সংসার নিয়েও বেশি ব্যস্ত। তারপরও চলচ্চিত্রে সহশিল্পীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।
সাহারা বলেন, আমার আমন্ত্রণে সবাই সাড়া দিয়েছেন। দীর্ঘদিন পর একসঙ্গে হতে পেরে অনেক ভালো লেগেছে। চলচ্চিত্র একটি পরিবার। আমরা সবাই সেই পরিবারের সদস্য। আমি অভিনয় ছাড়লেও সবার সঙ্গে যোগাযোগ রাখি। আশা করি, ভবিষ্যতেও সেটা বজায় থাকবে।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা