'মাতৃভাষায় নাই প্রীতি যার, নাই যার পিছুটান/ অধিকার নেই কণ্ঠে ধরার প্রভাতফেরির গান/ তোরা যারা সভ্য হবার বাহানায় ভিনদেশি/ তোদের প্রতি শহীদ মিনার হল আজ বিদ্বেষী, বিদ্বেষী, বিদ্বেষী..' ভাষার মাসে এমনই বিপ্লবী কথা সুরের মুর্ছনায় কণ্ঠে তুলে এনেছেন আসাদুজ্জামান রনি।
তার ভাষায় এটি কোনো গান নয়, এটি আসলে স্লোগান। কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রায়িত গানটির ভিডিও সম্প্রতি আসাদুজ্জামান রনির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
আসাদুজ্জামান রনির মূল পরিচয় শিক্ষক হিসেবেই। ইংরেজি সাহিত্য পড়েন ও পড়াতে ভালোবাসেন। সময় পেলেই লিখতে বসেন কবিতা ও প্রবন্ধ। এবার রনি নিজেকে প্রকাশ করেছেন কণ্ঠযোদ্ধা হিসেবে।
নিজের স্লোগান প্রসঙ্গে রনির ভাষ্য, সভ্যতায় কোথায় যেন তাল কেটে গেছে আমাদের। শহীদ মিনারে গিয়েও অবাধ মেলামেশা, মাদকের ব্যবহার, জুতো পায়ে বেদীতে উঠে যাওয়া, এসব চেনা দৃশ্য। রনি এর প্রতিবাদেই আসলে এই শ্লোগান।
'বিদ্বেষী' শীর্ষক এই স্লোগান আসাদুজ্জামান রনির লেখা, সঙ্গীত সমন্বয়ক আহম্মেদ হুমায়ূন। আর ভিডিও নির্দেশনা করেছেন সঞ্জয় সমাদ্দার।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা