আশিকুর রহমান পরিচালিত 'সুপার হিরো' ছবিতে অভিনয়ের জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন টাইগার রবি। এতে তাকে একজন কুখ্যাত খুনি হিসেবে দেখা যাবে, যিনি বিশ্বের গুরুত্বপূর্ণ মানুষদের খুন করার চুক্তি নেন। অর্থাৎ 'ইন্টারন্যাশনাল কিলার' বলতে যা বোঝায়।
সোমবার মুঠোফোনে কথা হল তার সঙ্গে। এ ছবিতে অভিনয় এবং চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে রবি বলেন, যে ধারা বা রুচির ছবির প্রতি আমার আগ্রহ বেশি, 'সুপার হিরো' সেই ধারার ছবি। তাই নিঃসন্দেহে ভাল লাগছে এবং কাজটি উপভোগ করছি। কারণ স্টাইলটাকে আমি খুব বেশি গুরুত্ব দেই। আর এ ছবিতে আমার সব ভাবনার প্রতিফলন পাচ্ছি।
রবি আরও বলেন, ফাইটের দক্ষতার কারণে কখনো কখনো দর্শক আমাকে সুপার ভিলেন হিসেবে অভিহিত করে। মজার বিষয় এবার অস্ট্রেলিয়ার ক্রু এবং টেকনিশিয়ানরাও আমার অভিনয়, বডি ল্যাংগুয়েজ ও ফাইট রিয়েকশন দেখে একই মন্তব্য করছে। আসলে আমার চরিত্রটি সুপার ভিলেনের নয়। বরং দেশের দর্শকরা সুপার ভিলেন হিসেবে সম্বোধন করে। কারণ আমি চরিত্রে এবং কস্টিউমে সবসময় নতুনত্ব বজায় রাখার চেষ্টা করি।
টাইগার রবির শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম 'মুসাফির'। এছাড়া তার অভিনীত অন্যান্য ছবিগুর মধ্যে 'কিস্তিমাত', 'অচেনা হৃদয়', 'দেশা: দ্য লিডার', 'গ্যাংস্টার রিটার্নস', 'অঙ্গার' অন্যতম। মুক্তির অপেক্ষায় আছে, বিজলী, মিস্টার বাংলাদেশ, ভালবাসি কত বোঝাব কেমনে, অপারেশন অগ্নিপথ।'
জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘সুপারহিরো’ ছবির ক্যামেরা অন হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান ও সিন্ডি রোলিং প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ফারজানা/ ই জাহান