‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান।
যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি আজ সোমবার দুপুরে এফডিসিতে নবগঠিত প্রিভিউ কমিটির সদস্যরা দেখেছেন এবং মৌখিক অনুমোদন দিয়েছেন। আর তাই প্রিভিউ কমিটির অনুমোদন শেষে এখন সেন্সরে যাচ্ছে 'স্বপ্নজাল'।
পরিচালক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ প্রিভিউ কমিটির সদস্যরা ছবিটি দেখেছেন। মৌখিক অনুমোদনও আমরা পেয়েছি। প্রিভিউ কমিটির সবার মতামত ও স্বাক্ষর নিয়ে চিঠি ইস্যু করতে কিছুটা সময় লাগে। আমরা চিঠি হাতে পাবার পর ছবিটি সেন্সরে জমা দেবো। আর সেন্সর ছাড়পত্র পেলে প্রমোশনের পাশাপাশি খুব শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবার ইচ্ছে রয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরী, আর অপু হয়েছেন ইয়াশ। ‘স্বপ্নজাল’-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার।
ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান