এ বছর ঈদুল আজহায় প্রায় দেড় শতাধিক হলে মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'ক্যাপ্টেন খান' ছবিটি। ঢালিউডের আলোচিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। নানা কারণে মুক্তির পরপরই হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ হয়নি বুবলীর। অবশেষে গতকাল মঙ্গলবার চম্পাকলি হলে গিয়ে ছবিটি দেখেছেন এ লাস্যময়ী।
ছবিটি দেখার পর নিজের উচ্ছ্বাস ও দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে বুবলী কথা বলেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে। তিনি বলেন, গতকাল বোরকা পরে চম্পাকলি হলে গিয়েছিলাম। ভাইকে সঙ্গে নিয়ে দর্শকসারিতে বসে ছবিটি দেখেছি। ছবি দেখার চেয়ে বেশি খেয়াল করেছি আশেপাশের দর্শকরা কে কী বলে। নিজের ছবি বলে বলছি না, তারা খুব প্রশংসা করেছেন। সবচেয়ে মজা লেগেছে ছবিটির 'ম্যাও ম্যাও' গানটি দর্শক আরও বাড়তি সাউন্ডে শুনতে চাচ্ছিল। তাই হল কর্তৃপক্ষের কাছে চিৎকার করে দাবি জানাচ্ছিল তারা।
বিডি প্রতিদিন/ফারজানা