জনপ্রিয় সংগীত শিল্পী কণার ‘মন বলছে তাই’ শিরোনামের একটি গান সম্প্রতি জাগো মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এরই মধ্যে জাগো মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি দর্শকদের ভাল সাড়া পাচ্ছে।গানটি লিখেছেন মাসুম আওয়াল। সুর করেছেন চিরকুট ব্যন্ডের ইমন চৌধুরী।
গানটির নান্দনিক ভিডিও তৈরি করেছেন হাসান রেজাউল। এতে মডেল হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা এফএস নাঈম ও শবনম ফারিয়া। ‘মন বলছে তাই’ গানটির স্পন্সর প্রাণ ডাল।
এ বিষয়ে শিল্পী কণা বলেন, ‘অসম্ভব সুন্দর কথা আর নান্দনিক লোকেশনে ‘মন বলছে তাই’ গানটি নির্মাণ করা হয়েছে। আমার নিজের গাওয়া কিছু প্রিয় গানের মধ্যে এটা অন্যতম।’
জাগো মিউজিক চ্যানেলের হেড অব অপারেশন আজিম হোসেন বলেন, ‘আমাদের চ্যানেলের লক্ষ্য শিল্পীদের কাজ দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরা। এটি তারই একটি প্রয়াস।’
ভিডিও দেখুন এই লিঙ্কে-
বিডি-প্রতিদিন/ ই-জাহান