বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ বিয়ে স্থির হয়ে আছে। গত রবিবার তারা নিজেরাই এ ঘোষণা দেন। বিয়ের বাকি মাত্র এক মাস। সকলেই জানতে উদগ্রীব হয়ে আছে কোথায় হচ্ছে বিয়েটা এবং কে কে থাকছেন অতিথির তালিকায় আরও নানা খুঁটিনাটি।
মুম্বই মিররের রিপোর্ট অনুসারে দীপিকা রণবীর ইতালির লেক কোমোতে বিয়ে করবেন। দীপিকার পোশাক তৈরি করবেন সব্যসাচী মুখার্জী। রিপোর্টে প্রকাশ, ‘‘দিল্লির এক ওয়েডিং প্ল্যানারকে এই বিয়ের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।'' পরে মুম্বাই ও ব্যাঙ্গালুরু দু'জায়গায় রিশেপশনের অনুষ্ঠান হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়েতে শুধু দীপিকা ও রণবীরের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা থাকবেন। তবে দীপিকা-রণবীর অভিনীত ব্যবসা সফল বেশ কিছু ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি, করণ জোহর এবং রণবীর সিংয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপুর থাকতে পারেন। আবার বলিউড বাদশা শাহরুখ খানেরও থাকার গুঞ্জন শোনা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৮/মাহবুব