সংগীতশিল্পী তাহসানের নতুন গান ‘চাই না আমি’র লিরিকাল ভিডিও সাড়ে ছয় লাখের বেশি দেখা হয়েছে। গানের কথা লিখেছেন আরিফ মজুমদার।
চাই না আমি জোছনা প্রহর মধুর/তোর পাশে ভালো লাগে রোদ্দুর'-এমন কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন শাকের রাযা। গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ড। শিগগিরই গানটির পূর্ণাঙ্গ ভিডিও নির্মাণ করবে প্রতিষ্ঠানটি।
গানটি সম্পর্কে তাহসান বলেন, গানের কথা ও সুর সুন্দর। গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছে ভালো সাড়া পাচ্ছি। শিগগিরই মিউজিক ভিডিও আকারে এটি প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা