'বেবি ওয়ান মোর টাইম' দিয়েই সঙ্গীত ভুবনে প্রবেশ করেন জনপ্রিয় মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। এরপর কেটে গেছে ২০ বছর। বর্তমানে সঙ্গীত, অভিনয়সহ নানা ক্ষেত্রে সরব পদচারণা ব্রিটনির। দর্শক-শ্রোতার ভালোবাসা না পেলে যা কখনই সম্ভব ছিল না।
তাই সঙ্গীত ভুবনে নিজের দুই দশক পূর্তিতে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি এই গায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে 'বেবি ওয়ান মোর টাইম' মিউজিক ভিডিও প্রকাশ করে ভক্তদের বার্তা দিয়েছেন তিনি।
ব্রিটনি লিখেছেন, সঙ্গীতাঙ্গনে প্রবেশের ২০ বছর পূর্তির অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না... ২০ বছর আগে, বিশ্ব আমার গান প্রথমবার শুনেছিল! তার পর অনেকে কিছু ঘটেছে... আমি আমার অসাধারণ ভক্তদের যা বলতে চাই তা হল 'ধন্যবাদ', তাদের সেদিন থেকে যারা এখনো আমার এ যাত্রায় সামিল আছেন। আপনাদের সমর্থনই আমার কাছে সবকিছু। আপনাদের জন্য ভালোবাসা! সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা