সামান্য অবস্থা থেকে কীভাবে বলিউডের সিংহাসনে বসলেন তিনি, সেই কথা আগেও জানিয়েছেন শাহরুখ খান। নিজের অতি সাধারণ অতীত কখনোই অস্বীকার করেননি তিনি। এবার জানালেন যে পর্দায় প্রথমবার নিজেকে দেখে তার মনে হয়েছিল যে, তিনি দেখতে খুবই খারাপ।
টিভি সিরিয়াল থেকে শুরু করে বলিউডের বাদশা। সফরটা খুব একটা সহজ হয়নি শাহরুখ খানের কাছে। সম্প্রতি তিনি জানিয়েছেন যে তার এই উত্থান তার নিজের কাছেই স্বপ্ন সত্যি হওয়ার গল্প। তিনি বলেন, 'নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি আমি। একজন অনাথ কীভাবে এই সিটি অফ গ্ল্যামারে এসে মুভি স্টার হয়ে উঠল, তা ভাবতেও অবাক লাগে। সবাই আমাকে অনেক ভালবাসা দিয়েছেন।'
তিনি আরও বলেন, 'রাজু বন গয়া জেন্টলম্যান-ছবির জন্য অডিশন দিতে এসে মনে হয়েছিল আমি খুব খারাপ দেখতে। প্রথমদিকে নানা পটেকর, অমৃতা সিং আর জুহি চাওলার মতো অভিনেতাদের পাশে ভীষণ নার্ভাস লাগত। সেই সময় সবাই আমাকে সাহস জুগিয়েছেন।'
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ