বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গত জুনে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই তারকাকে। সুশান্ত সিং রাজপুত অস্বাভাবিক ভাবে মারা যাওয়ার বিষয়ে সিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
এদিকে, সুশান্ত মৃত্যুর পর থেকেই বলিউডের নানা অনিয়ম ও নেপোটিজম নিয়ে বিতর্ক উঠেছে। এবার সুশান্ত ভক্তদের দাবি কপিল শর্মার শো বন্ধ করতে হবে, কারণ সেখানে যৌথ প্রযোজনায় রয়েছেন সালমান খান।
সোমবারই জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত গ্রুপ সরব হয় এই নিয়ে। গ্রুপের পক্ষ থেকে আবেদন জানানো হয় এই শো সম্পূর্ণ বয়কট করতে।
সংস্থার পক্ষ থেকে সুশান্তের পরিবারকেও বার্তা দিয়ে বলা হয়, আমরা, সুশান্ত সিংয়ের ভক্তরা সালমান খানের সমস্ত কিছুই বয়কট করেছি। এই শোটিতে যৌথ প্রযোজকের দায়িত্বে আছেন তিনিই। তাই সর্বাত্মক বয়কটের জন্যে এই শো-টিকেও তালিকায় রাখা উচিত।
এই গ্রুপটিতে ৯১ হাজার সদস্য রয়েছেন। বহু সদস্যই এই সুরে গলা মিলিয়েছেন।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে নেপোটিজম নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ