‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ছোট্ট সর্দারের বিয়ে। যদিও এখন আর তিনি সেই ছোট্টটি নেই। ২৯ বছরের দস্তুরমতো হ্যান্ডসাম ব্যাচেলর। তার আসল নাম পারজান দস্তুর। আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন তিনি। পাত্রী ডেলনা স্রফ। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটির মাধ্যমেই বলিউডে পারজানের অভিষেক। এছাড়া ‘মোহাব্বতেঁ’, ‘জুবেইদা’, ‘কাভি খুশি কাভি গম’ ছবিতেও পারজানকে দেখা গিয়েছে। ‘পকেটমানি’ নামে একটি শর্ট ফিল্ম প্রযোজনাও করেছেন। সেই শর্ট ফিল্মের কাহিনিও তার লেখা।
মুম্বাইয়ের এক পার্সি পরিবারে জন্ম পরজানের। ভাই এবং মা-বাবার সঙ্গে মুম্বাইয়েই থাকেন পারজান। এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক তিনি। তিনি খুব ভাল পিয়ানোও বাজান। ডেলনার সঙ্গে পারজানের বন্ধুত্ব কলেজে পড়ার সময় থেকেই। গত বছর বান্ধবী ডেলনার কাছে তিনি প্রেম নিবেদন করেন। গত ১৫ অক্টোবরে বান্ধবীর কাছে প্রেম নিবেদনের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, ‘১ বছর আগের সেই সুন্দর দিন, যখন সে সম্মতি জানিয়েছিল! আর মাত্র ৪ মাস’।
প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন পারজান
ডেলনা মুম্বাইয়ের মেয়ে। একটি প্রাইভেট ফার্মের অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি। পারজানের ইনস্টাগ্রামে ডেলনার অনেক ছবি রয়েছে। তার মধ্যে একটি ছবিতে তারা ‘হাম তুম’ টি-শার্ট পরে রয়েছেন। সেই ছবি শেয়ার করে পারজান ক্যাপশনে লেখেন, ‘অবশেষে হাম তার তুমকে খুঁজে পেয়েছে’। অনেকেই জানেন না, ‘হাম তুম’ ছবিতে ‘হাম’-এর কার্টুন চরিত্রের কণ্ঠ পারজানেরই ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা