মাদককাণ্ডে নাম জড়িয়েছে ভারতের জনপ্রিয় কমেডিয়ান এবং অভিনেত্রী ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার। গ্রেফতারও হয়েছিলেন ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার।
জনপ্রিয় কমিডি শো ‘দ্যা কপিল শর্মা শো’র গুরুত্বপূর্ণ পারফরমার ভারতী। তার গ্রেফতারের পর কপিল শর্মাকে নিয়েও অনেকেই নেতিবাচক কথাবার্তা বলছেন।
একজন টুইট করেছেন, ভারতীর পর এবার বলিউড-মাদক যোগ মামলায় কপিল শর্মাও গ্রেফতার হবেন। এই টুইটের কড়া জবাব দিয়েছেন কপিল।
ভানু প্রতাপ সিং রাষ্ট্রবাদী নামে এক নেটিজেন লেখেন, যতদিন ধরা পড়েননি ভারতী, ততদিন তিনি মাদক নিতেন না। একই অবস্থা কপিলেরও হবে যতদিন তিনি ধরা না পড়েন।
জবাবে কপিল শর্মা লেখেন, আগে যেন নিজের মাপের শার্ট তৈরি করে নেন তিনি।
উল্লেখ্য, কপিলের সহকর্মী ভারতী এবং হর্ষের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা পাওয়ায় গত সপ্তাহে তাদের গ্রেফতার করে। এনডিপিএস আইনের ২০(বি)(২)(এ) ধারা (অল্প পরিমাণ মাদক যোগ), ৮(সি) ধারা (মাদক রাখা) এবং ২৭ নম্বর ধারায় (মাদক গ্রহণ) গ্রেফতার করা হয়েছিল। তবে গত সোমবার তারা দুজনেই জামিন পান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন