সিলেটের জাফলংয়ে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের দু’টি গানের শুটিং সম্পন্ন হয়েছে। উদিত নারায়ণের ‘ইচ্ছে হলে তুমি’ গানটিতে মডেল হয়েছেন রাজুব ভৌমিক ও লারা লোটাস। এই গান একটি আয়না সঙ্গীত।
আর অলকা ইয়াগনিকের ‘তোমার হৃদয় জুড়ে’ গানটিতে মডেল হয়েছেন রাজুব ভৌমিক, অনামিকা জুথি এবং তানিম আহমেদ। দু’টি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পরিচালক ইমরান হাওলাদার। দু’টি গানই লিখেছেন রাজুব ভৌমিক।
গানগুলো নিয়ে রাজুব ভৌমিক বলেন, বাংলাদেশে শুটিং করার নতুন এক অভিজ্ঞতা হয়েছে। মজার বেশ কিছু ঘটনা ঘটেছে। আমার বেশিরভাগ কাজ নিউইর্য়কে করা, তবে এখানেও বেশ সহায়তা পেয়েছি। দু’টি মিউজিক্যাল ফিল্মের গল্প এবং থিম অসাধারণ ছিল- অনেক উপভোগ করেছি।
বিডি-প্রতিদিন/শফিক