বিয়ে করেলেন ওমর সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ছেলে ফারদীন এহসান স্বাধীন। জানা গেছে, গত ২৬ মার্চ বিয়ে সম্পন্ন হয়েছে। স্বাধীনের স্ত্রী সাদিয়া রহমান আয়েশা। ছেলের বিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওমর সানী। তিনি বলেন, ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি। ওদের জন্য দোয়া করবেন।
এবার মৌসুমী তার ছেলে বউ অর্থাৎ পুত্রবধূকে নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন। ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে জানিয়ে তিনি বলেছেন, ‘কানাডাপ্রবাসী অনিন্দ্য রূপবতী আমার ছেলের বউ। আয়েশা ভীষণ লক্ষ্মী ও খুব মিষ্টি। আমার তো দারুণ পছন্দ হয়েছে।’
এর আগে, এক ফেসবুক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছিলেন, আমাদের খুব ইচ্ছা ছিল ফারদীনের বিয়ে ২৬ তারিখে দেওয়ার। আল্লাহপাক সেটা কবুল করেছেন। সাদিয়া রহমান আয়েশার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া একজন ভালো মনের অধিকারিণী আমার ঘরের বউ হয়ে এসেছে। আপনারা সবাই ফারদীন-আয়েশার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
তিনি আরও জানান, ৯ এপ্রিল ফারদীন-আয়েশার বিবাহত্তোর সংবর্ধনা হওয়ার কথা ছিল। কিন্তু আয়েশার বাবার অসুস্থতার কারণে সেটি পিছিয়ে গেছে। ঈদের পরে তা হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক