কলকাতায় বসে কাশ্মীরের এক দুঃস্থ পরিবারের মেয়ে সফিয়া নবির বিয়ে দিচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। মেয়েটির পরিবারকে মোটা অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন তিনি। জানা গেছে, সব ঠিক থাকলে আগামী ৫ জুন চার হাত এক হবে।
ভাস্বর জানিয়েছেন, বুধবার রাতে অনলাইনে উর্দুতে লেখা নিমন্ত্রণপত্র পেয়েছি। যাওয়ার উপায় নেই। ইচ্ছে ছিল, বিয়ের ‘জোড়া’ পাঠাব। ডাক পরিষেবার অনিয়মের কারণে সেটিও সম্ভব হচ্ছে না। তবে কার্ড হাতে পাওয়ার পর আনন্দে চোখ ভিজে গিয়েছিল।
তিনি আরও বলেন, আমার কাশ্মীরি ক্রিকেটার বন্ধু সাইম মুস্তাফা এই পরিবারটির কথা জানান। ওর থেকে জানতে পারি সফিয়ার বাবা স্থানীয় ফল বিক্রেতা। ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় পরিবারটি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর সফিয়ার বাবা তার বড় মেয়ের বিয়ে দেন। সেই সময় পরিবারের পাশে দাঁড়িয়েছিল ভাস্বরের বন্ধু সাইমের স্বেচ্ছ্বাসেবী সংস্থা ‘ফেইথ’।
কাশ্মীরি বন্ধুর থেকে গোটা ঘটনা জানার পরেই এই কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারেননি অভিনেতাও। তার পাশাপাশি কলকাতার আরও অনেকেই অর্থ সাহায্য পাঠিয়েছেন। সাহায্যকারীদের আর্জি, ভাস্বর যেন দায়িত্ব নিয়ে সংগৃহীত অর্থ সফিয়ার পরিবারকে পাঠিয়ে দেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক