ঈদে মুক্তি পাচ্ছে এসডি রুবেল-ইয়ামিন হক ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন এসডি রুবেল নিজেই। ছবির সংগীত পরিচালনাও করেছেন তিনি। সেন্সর ছাড়পত্র পেলেও করোনা পরিস্থিতির কারণে ছবিটি এতদিন মুক্তি দেওয়া হয়নি। এবার ঈদে ছবিটি মুক্তির উদ্যোগ নিয়েছেন নির্মাতা। ছবির হল বুকিংও শুরু করা হচ্ছে।
এসডি রুবেল বলেন, ‘এ সিনেমাটিতে আমি চেষ্টা করেছি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিনোদনের মাধ্যমে সচেতনতামূলক বার্তা দিতে। আশা করছি দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন।’
‘বৃদ্ধাশ্রম’ ছবিটিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা