ঢালিউডের চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফারিশতা রেস্টুরেন্ট চালু করেছেন সম্প্রতি। গাজীপুরের এই রেস্টুরেন্ট থেকে পবিত্র রমজান মাসের শুরু থেকেই ইফতার বিক্রি করা হচ্ছে। এবার সেখানে যোগ হয়েছে নতুন পদ। নাম মেগুনি। মিষ্টি কুমড়া দিয়ে পদটি বানানো হয়েছে।
মাহি ফেসবুকে একটি ভিডিওতে বলেছেন, ‘বেগুন দিয়ে বানানো হয় বেগুনি। মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়েছে মেগুনি।’ মাহি জানান, পদটি তিনি নিজে বানাননি। তার এক ভাইয়া বানিয়েছেন।
মাহি জানান, পদটি এখন থেকে তার ফারিশতা রেস্টুরেন্টে পাওয়া যাবে। খাওয়ার পর কেমন লাগে তা সবাইকে জানানোর অনুরোধ করেছেন তিনি।
ফারিশতার ফেসবুক পেজে মাহির ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘চলুন আমরা ওইসব অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেই , মিষ্টি কুমড়ার “মেগুনি” খাই’।
বিডি প্রতিদিন/ফারজানা