শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের সময় গোটাবাইয়া রাজাপাকসেকে সমর্থন করেছিলেন অভিনেত্রী সঞ্জীবনী বীরাসিঙ্গে। এ কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে অপদস্ত হয়েছেন তিনি।
বিক্ষোভে যোগ দিতে গেলে তাকে ধিক্কার দেয়া হয় এবং বিক্ষোভ থেকে ফিরিয়ে দেয়া হয়।
শ্রীলঙ্কার অনলাইন ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের ওই বিক্ষোভ আয়োজন করেছিল শ্রীলঙ্কার একটি গ্রুপ। তারা দেশে সরকার ও প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভের ডাক দেন। এতে যোগ দিতে গিয়েছিলেন ওই অভিনেত্রী। কিন্তু সেখানে তিনি জনরোষের মুখে পড়েন। তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়। সূত্র: ডেইলি মিরর
বিডি প্রতিদিন/আরাফাত