১৯ মে, ২০২০ ১৫:৩৬

দ্যাখো দ্যাখো-ওরা তোমাকে ধন্যবাদ জানাচ্ছে

শওগাত আলী সাগর

দ্যাখো দ্যাখো-ওরা তোমাকে ধন্যবাদ জানাচ্ছে

সেরীন খানিকটা চমকে ওঠে যেনো। পুরো নেইবারহুডটায়ই কাউকে রাস্তায় চোখে পড়ছে না। ধন্যবাদ জানাবার মানুষ আসবে কোত্থেকে! ভাবটা অনেকটা এরকম। তারপর রাস্তার পাশে চোখ পড়তেই যেনো তার চোখ চক চক করে ওঠে। 

লেক অন্টারিওর তীর ঘেঁষে গড়ে উঠা এই নেইবারহুডটা আজকাল আমাদের ভীষণ টানে। মনে হয় যেনো দূরবর্তী কোনো ‘কটেজ এলাকায়’ ঘুরতে এসেছি আমরা। সুযোগ পেলেই প্রতিদিনকার হাঁটাহাঁটির পর্বটা সারতে এই নেইবারহুডে ঢুকে পড়ি। কাল ঢুকেছিলাম স্কারবোরো হাইটস ব্লুভার্ড দিয়ে। নিরিবিলি এই নেইবারহুডে হাঁটতে হাঁটতেই চোখে পড়ে লন সাইনটা। বাড়ির বিশাল লনে পুঁতা আছে এই লন সাইন-থ্যাংক ইউ ফ্রন্ট লাইন ওয়ার্কাস উই থ্যাংক ইউ’। খানিকটা হাঁটতেই আরেকটা সাইন চোখে পরে-ফার্স্ট রেসপন্ডার্স।

করোনা মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য ফ্রন্টলাইনারদের ধন্যবাদ জানাচ্ছে এই বাড়ির মালিকেরা। এই পথ দিয়ে যদি কোনো ফার্স্ট লাইনার যায়, যদি তাদের চোখে পড়ে-সেই জন্য ধন্যবাদ জানানোর এই প্রয়াস। শহরের নানা জায়গায়ই নাগরিকরা এইভাবে ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে করোনার হাত থেকে মানুষ বাঁচানোর লড়াইয়ে নিয়োজিত অগ্রসৈনিকদের।

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর