পৃথিবীর সর্বাধিক পরিচিত জর্ডান নদীর উৎপত্তি সিরিয়ান মালভূমি থেকে। এর প্রবাহ সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডানসহ পাঁচটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এ নদীর দৈর্ঘ্য ১৮ হাজার কিলোমিটার। জর্ডান নদীর পানির পরিমাণ খুবই কম। বছরে মাত্র এক হাজার তিনশ' মিলিয়ন কিউসিক পানি সরবরাহ করে।
অন্যদিকে সম মিলিয়ন কিউসেকের অর্ধেকের বেশি পানি ডেড সিতে পড়ার আগেই ইসরায়েল উঠিয়ে নেয়। ১৯৬৭ সালে ইসরায়েল গাজা, পশ্চিমতীর ও গোলান মালভূমি দখলের পর একচ্ছত্রভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। পশ্চিমতীরে জর্ডান নদীর পানি এখন রেশনের মাধ্যমে ফিলিস্তিনিদের দেওয়া হয়। আর এর পরিমাণ হলো ৪.৫%। আর বাকি ৯৫.৫% পানি ব্যবহার করে ইসরায়েল।
অথচ জনসংখ্যার ৯০ ভাগই ফিলিস্তিনি। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের চেয়ে ৮১ গুণ পানি বেশি ব্যবহার করছে। ফিলিস্তিনি গ্রামগুলোর অর্ধেকই এই পানি সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। এমনকি যেসব ফিলিস্তিনি শহর ও গ্রাম এই পানি সুবিধা পায় তাও নিরাপদ নয়। সপ্তাহে মাত্র ২ থেকে তিনদিন ফিলিস্তিনের এসব জনগণ পানি পেয়ে থাকে। ইসরায়েল এবং আরবদের মাঝে তিক্ত সম্পর্কের কারণে জর্ডান নদীর পানিবণ্টন নিয়ে ইসরায়েল ও আরবদের মধ্যকার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।
১৯৯৪ সালে ইসরায়েল ও জর্ডান এবং ইসরায়েল-ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে জর্ডান নদীর পানিবণ্টন চুক্তি হয়। কিন্তু মাদ্রিদ শান্তি প্রচেষ্টাকে বয়কটের ফলে এ চুক্তি থেকে লেবানন ও সিরিয়া নিজেদের দূরে রাখে। চুক্তি অনুসারে জর্ডান শুষ্ক মৌসুমে পানি ব্যবহার করার জন্য ইসরায়েলের গ্যালিলিয়া সাগরে পানি জমা রাখতে পারে এবং ইসরায়েল তার কৃষি জমিতে সেচ প্রদানের জন্য নির্দিষ্ট পরিমাণ কূপ স্থাপন করতে পারে।
বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৫/ রশিদা