১০ জুলাই, ২০১৯ ০১:৩১

এবার থ্রিডি কারুকাজ

অনলাইন ডেস্ক

এবার থ্রিডি কারুকাজ

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। আর প্রযুক্তির ছোঁয়া লাগছে সব সেক্টরে। একটা সময় হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হতো বিভিন্ন আসবাবপত্রের কারুকাজ। এখন এই কারুকাজও ফুটিয়ে তোলা হচ্ছে থ্রিডি ও টুডি শৈল্পিক কাজের মাধ্যমে। আর এ লক্ষ্যে কাজ করে চলেছে খানস্ লিস্ট ট্রেডিং। 

কোম্পানির প্রধান নির্বাহী সাইফুল্লাহ খান বলেন, "আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে খুব স্বল্প সময়ে যেকোনো আসবাবপত্রে কারুকাজ ফুটিয়ে তোলা সম্ভব। বিশেষ করে দরজার জন্য তৈরি করা যায় আকর্ষণীয় ও ইচ্ছেমতো কারুকাজ। চেষ্টা করছি এ প্রযুক্তিকে সব জায়গায় ছড়িয়ে দিতে।" 

এ বিষয়ে আরও জানতে ভিজিট করতে পারেন-

http://www.cncmachinebangladesh.com অথবা মুঠোফোনে ০১৯৭৩৬৬৬১৬৬।  

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর