মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত নোয়াখালী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, নিজামীর রায়কে কেন্দ করে নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পুলিশের তালিকভুক্ত সন্ত্রাসী, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি।