বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

গোলাম আযম সিসিইউতে

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূইয়া সাংবাদিকদের জানান, প্রিজন সেলে আটক গোলাম আযমের শ্বাসকষ্ট শুরু হলে গতকাল সকাল ১০টার দিকে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তাকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গোলাম আযমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, মানবতাবিরোধী অপরাধী আবদুল আলীম মারা যাওয়ার পর থেকে গোলাম আযম কিছুটা অস্থির ছিলেন। গতকাল সকালে জুস খাওয়ার সময় তার শ্বাসকষ্ট শুরু হয়। ধারণা করছি, তার মৃদু হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। কোনো ঝুঁকি না নিয়ে তাকে সিসিইউতে পাঠানো হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে গোলাম আযমের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে দেশি-বিদেশি সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। গতকাল এক বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে সিসিইউতে ভর্তি করার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানতে পেরেছি। তাকে অবিলম্বে মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মকবুল আহমাদ।

সর্বশেষ খবর