‘সকাল বেলার প্রশান্তি কোরিয়া।’ -ছোটবেলার সাধারণ জ্ঞানের বই দেখে মুখস্ত করতে কতই না কষ্ট হয়েছে। কিন্তু বিশ্বাস হয়নি। গতকাল প্রত্যক্ষ করলাম। শারমিন আকতার রত্নার ১০ মিটার এয়ার রাইফেলস প্রতিযোগিতা থাকায় রুম ত্যাগ করতে হয় সকালেই। রাস্তায় বের হয়েই এক অন্যরকম অনুভূতি। মিষ্টি রোদ সঙ্গে ফুরফুরে বাতাস, মনে হচ্ছিল যেন স্বর্গে হাঁটছি!
এ প্রশান্তিটুকু ছিল ইনচেনের অনগিয়ন শুটিং রেঞ্জে পৌঁছার আগ পর্যন্ত। কমপ্লেক্সের ভিতর গিয়ে প্রশান্তি উধাও। যে ইভেন্টে পদক জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, সেখানে বাছাই পর্বের গণ্ডিই পেরুতে পারেননি শুটার শারমিন আকতার রত্না। ব্যর্থ অন্য দুই শুটার শারমিন আকতার ও সৈয়দা সাদিয়া সুলতানাও। আসলে স্বপ্নের শুরুটাও স্বপ্নেই হয়। বাস্তবে নয়। তাই তো স্বপ্নিল শুরুর পরও ৫৪ জনের মধ্যে ৩৭তম হলেন রত্না। কঠিন বাস্তবতাকে এড়াতে পারলেন না অন্য দুই শুটার শারমিন ও সাদিয়াও। ১০ মিটার এয়ার রাইফেলে কাল তিন জনের ফল মিলে ১৫ দেশের মধ্যে ১০তম বাংলাদেশ, মোট স্কোর ১২২৫ । স্বপ্ন দেখিয়েছিলেন শারমিন আকতার রত্না। গ্লাসগো কমনওয়েলথ গেমসে একটুর জন্য পদক জিততে পারেননি। তাই এশিয়ান গেমসে তাকে ঘিরে প্রত্যাশার মাত্রাটা ছিল আকাশছোঁয়া। রত্না নিজেও ‘দেখিয়ে দেব’ এমন চিন্তা করে দক্ষিণ কোরিয়ায় এসেছিলেন। প্রত্যাশা অনুযায়ী শুরুটাও হয়েছিল দুর্দান্ত। প্রথম ১০ শুটে তিনি সেরা তিনেই ছিলেন। কিন্তু ৪০ শুট শেষ করার পর দেখা যায় রত্না ৩৭তম, স্কোর ৮০৭। কেন এমন হলো, জানতে চাইলে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। জানতাম, আমাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল সবার। আমি নিজেও নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু একি হলো!’ তবে রত্নার তুলনায় অন্য দুই শুটার একটুখানি ভালো করেছেন। শারমিন আকতার ৪০৯.২ স্কোর করে ৩১তম, সাদিয়া সুলতানা হয়েছেন ৩৪তম, স্কোর ৪০৮.৮। কিন্তু বাছাই পর্বের গণ্ডি পার হতে না পারায় আফসোস ঝরল শারমিন আকতারের কণ্ঠে, ‘সত্যি কথা বলতে কি, আমাদের আরও অনেক বেশি অনুশীলন করা দরকার। শুধুমাত্র গেমসের আগে কয়েক মাস প্রস্তুতি নিলে কি হয়। বেশি বেশি আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করলে আমরা নিজের পারফরম্যান্স মূল্যায়ন করার সুযোগ পাবো।’ সাদিয়া সুলতানাও মনে করেন সারা বছরই তাদের অনুশীলনের ব্যবস্থা থাকা দরকার। বাজে পারফরম্যান্স করায় যেন ভেঙে পড়েছেন রত্না। শুটিং শেষে তিনি কথা বলতে ছিলেন নির্বিকারভাবে। কখনো বলছিলেন, আমার আর মনে হয় আন্তর্জাতিক ইভেন্টে খেলা হবে না। আবার বলছিলেন, ‘এখনো সময় বাকি। দেখি কি করা যায়।’ শুটিংয়ের সময়ও রত্নাকে দেখে স্থির মনে হয়নি। কেমন যেন ছটফট করছিলেন। নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি শেষ করেন। এদিকে সমানতালে লড়েও ফুটবল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্র“পের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরে যায় মামুনুলরা। আত্মবিশ্বাসকে বাড়িয়ে নিতে কাল রত্নাদের শুটিং দেখতে অনগিয়ন আন্তর্জাতিক শুটিং কমপ্লেক্সে গিয়েছিলেন কমনওয়েলথে রৌপ্য জয়ী শুটার আবদুল্লাহ হেল বাকি। আজ সকালে রয়েছে তার ইভেন্ট, ১০ মিটার এয়ার রাইফেলস। যার দিকে তাকিয়ে শুটিং ফেডারেশন তথা গোটা বাংলাদেশ। রত্নারা ব্যর্থ হওয়ায় তার উপর প্রত্যাশার চাপটা আরও বেড়ে গেছে। তবে এই চাপকে দুপায়ে দলিত মথিত করেই ভালো খেলার কথা জানালেন তিনি। বাকি বলেন, ‘চাপ তো থাকবেই। এটা সব সময়ই থাকে। দেশের হয়ে ভালো খেলাই আমার লক্ষ্য।’ শুটিং কমপ্লেক্সেই দেখা হয়ে যায় বাকির প্রধান প্রতিপক্ষ ভারতের কিংবদন্তি শুটার অভিনব বিন্দ্রার সঙ্গে। লক্ষ্য কি, জানতে চাইলে মুচকি হেসে বললেন, ‘কালই (আজ) জানতে পারবেন...।’
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
ফুটবলে বিদায়, শুটিংয়ে রত্নার কান্না
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর