শিরোনাম
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রোহিঙ্গা ভোটার ঠেকানোর নির্দেশ সিইসির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, স্বল্প সময়ের নোটিসে স্থানীয় সরকারসহ দেশের যে কোনো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্ভুল স্মার্টকার্ড প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সংসদ আইন করে সে অনুযায়ী আমরা নির্বাচন করি। মিউনিসিপ্যালটির ক্ষেত্রে প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ। মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন  আগে নির্বাচন হবে। এতে সব পৌরসভায় এক দিনে নির্বাচন হবে না। কোনো ভোটার মারা গেলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার চলমান প্রক্রিয়া রয়েছে। চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তাদের বৈধ নাগরিক ছাড়া কেউ যাতে ভোটার হতে না পারে সে ব্যাপারে কঠোর নজর রাখতে বলা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা চট্টগ্রামে স্পেশাল ড্রাইভ দিচ্ছি যাতে ভোটার তালিকা থেকে কেউ বাদ না পড়েন। দুটি বিশেষ কারণে চট্টগ্রামে মতবিনিময় সভা করেছি। একটি হচ্ছে আমরা নারী ভোটারদের অধিক হারে নিবন্ধনের লক্ষ্যে সহায়তা করতে চাই। দ্বিতীয়ত, মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ কাজে সহযোগিতা করতে সম্মত হয়েছেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর