সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের নাগরিকত্ব বা পৃথক রাষ্ট্র গঠনের সুযোগ দিতে হবে

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গাদের নাগরিকত্ব বা পৃথক রাষ্ট্র গঠনের সুযোগ দিতে হবে

মাহাথির মোহাম্মদ

নিপীড়নের মুখে বাংলাদেশসহ আশপাশের দেশগুলোতে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব অথবা আলাদা রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে সংকটের সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির  মোহাম্মদ।  সূত্র : আনাদোলু। চারদিনের সফরে আংকারায় গিয়ে গত শুক্রবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রোহিঙ্গা সংকট নিয়ে মালয়েশিয়ার অবস্থান জানতে চাওয়া হলে মাহাথির বলেন, ‘মালয়েশিয়া সাধারণত অন্য  দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে এক্ষেত্রে গণহত্যার বিষয়টি উল্লেখযোগ্য। মালয়েশিয়া গণহত্যা এবং মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর অন্যায় আচরণের বিরুদ্ধে। সুতরাং রোহিঙ্গারাও যে মিয়ানমারের নাগরিক তার স্বীকৃতি দিয়ে বিষয়টির নিষ্পত্তি করা দরকার।’ তিনি উল্লেখ করেন, মিয়ানমার অবশ্যই একসময় অনেকগুলো আলাদা রাজ্য নিয়ে গঠিত হয়েছিল। কিন্তু ব্রিটিশরা মিয়ানমারকে এক রাষ্ট্র হিসেবে শাসন করার সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেকগুলো জাতিগোষ্ঠী বার্মা নামক রাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়। কিন্তু এখন অবশ্যই তাদেরকে নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে অথবা নিজেদের রাষ্ট্র গঠনের জন্য তাদেরকে আলাদা অঞ্চল ছেড়ে দেওয়া উচিত। রোহিঙ্গা নিপীড়ন ও বিতাড়নের ঘটনায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই আদালত  কেবল তখনই কাজ করতে পারে যখন কোনো বিষয়ে বিবদমান পক্ষ আদালতের অনুসন্ধানগুলো মেনে নিতে রাজি হয়। তিনি বলেন, আইসিজে যদি একতরফা সিদ্ধান্ত নিলে সংশ্লিষ্ট পক্ষগুলো সে সিদ্ধান্তকে শ্রদ্ধা করবে না। সুতরাং, আইসিজের পদ্ধতিকে কার্যকর করার ক্ষেত্রে আমাদের মিয়ানমার সরকারের বিষয়ও মাথায় রাখতে হবে।

আনাদোলু এজেন্সির সঙ্গে সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকটের পাশাপাশি ফিলিস্তিন সংকট, চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের পরিস্থিতি নিয়েও কথা বলেন মুসলিম বিশ্বের এ প্রবীণ রাজনীতিবিদ।

সর্বশেষ খবর