বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং লালবাগ ও ঢাকেশ্বরী মন্দির এলাকার মশক নিবারণী দফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল কমিশনের প্রধান কার্যালয়ের একটি টিম অভিযানে যায়। দুদক টিম প্রথমে ঢাকা মশক নিবারণী দফতরে অভিযান চালায়। সেখানে দফতরের প্রধান কর্মকর্তাকে পাওয়া যায়নি। দুদক লক্ষ্য করেছে, ওই অফিসে মজুদ করা মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধের ড্রাম খালি পড়ে আছে। এটি অস্বাস্থ্যকর এবং মশার বিস্তারে সহায়ক। গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মশার অবাধ বিস্তার ও বিচরণ লক্ষ্য করেছে দুদক টিম। পরে দুদক টিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণ করে। দুদক টিম জানতে পারে, মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উত্তর সিটি করপোরেশনের কাছ থেকে মশা মারার ওষুধ ধার নিয়ে ব্যবহার করছে। দুদক টিম লক্ষ্য করেছে, দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হারে বাড়লেও আগে যে হারে ওষুধ ব্যবহার করা হতো এখনো একই হারেই ওষুধ ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় গত চার বছরে কী পরিমাণ মশার ওষুধ কেনা হয়েছে এবং সেগুলো কী হারে ব্যবহার করা হয়েছে তা আজকের মধ্যে জানাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে অনুরোধ করেছে দুদক টিম।

সর্বশেষ খবর