বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সরকারের সিদ্ধান্তহীনতায় অর্থনীতিতে বিপর্যয়

------- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বর্তমান সরকারের উদ্দেশে বলেছেন, দেশ ও জাতির ভালো চাইলে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন। তিনি বলেন, সবাই দেখেছে কীভাবে জাতীয় নির্বাচন হয়েছে। এ কারণেই দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। এ কারণেই তারা নানাভাবে দীর্ঘ সময়ের জন্য দেশের ক্ষতি করে দিচ্ছে। অর্থনীতি, রাষ্ট্রব্যবস্থা, সমাজ ব্যবস্থার ক্ষতি করছে। সে জন্যই আমরা বারবার বলছি, এ সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। নতুন নির্বাচন দেওয়া উচিত এবং সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। বিএনপির এই মুখপাত্র বলেন, এ সংকট থেকে মুক্তির একটাই পথ, তা হচ্ছে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির ব্যাপারে রাষ্ট্রপতির কাছে কোনো ধরনের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি মহাসচিব বলেন, এবার চামড়া ব্যবসায় ধস নেমেছে। সিন্ডিকেটের মাধ্যমে কোরবানির পশুর চামড়ার মূল্যে এ বিপর্যয় তৈরি করে সারা দেশের লাখ লাখ এতিম শিশুসহ দরিদ্র মানুষের হক নষ্ট করেছে। সরকারের সিদ্ধান্তহীনতায় গোটা অর্থনীতির ওপর এ বিপর্যয় নেমে এসেছে।

সর্বশেষ খবর