রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

টাকা পাচার বন্ধ হলে দুর্নীতি কমবে ৬০ ভাগ

ড. মীজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক

টাকা পাচার বন্ধ হলে দুর্নীতি কমবে ৬০ ভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় কেনাকাটায়। দুর্নীতি আগেও হতো। কিন্তু এখন ধরা হচ্ছে। এটা অনেক ভালো। দুদকও সক্রিয় রয়েছে। তিনি বলেন, দুর্নীতি হচ্ছে। দুর্নীতির টাকা পাচার হচ্ছে। টাকা পাচার বন্ধ হলে দুর্নীতি ৬০ ভাগ কমবে। দুর্নীতির টাকা কোথায় যাচ্ছে সেটা বের করতে হবে? প্রয়োজনে একটি কমিশন গঠন করা যেতে পারে। ড. মীজান বলেন, স্বাস্থ্য অধিদপথরসহ অন্যান্য প্রতিষ্ঠানের কেনাকাটায় দুর্নীতি বন্ধ করতে হলে কেন্দ্রীয়ভাবে এ কেনাকাটা নিয়ন্ত্রণ করতে হবে। সেই সঙ্গে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করতে হবে। কেনাকাটায় নগদ টাকার ব্যবহার কমাতে পারলে দুর্নীতিও কমবে। তার মতে, কালচার পরিবর্তন না হলে আমাদের দুর্নীতি কমবে না। ড. মীজান বলেন, যেখানে নগদ টাকায় কেনাকাটার বিষয় রয়েছে, সেখানে বেশি দুর্নীতি হয়। যেমন টোল আদায় হয়। টোলের টাকা কত আদায় হয়, আর কম জমা হয় তা কেউ বলতে পারবে না। গাড়ি থামিয়ে যেভাবে টোল আদায় হয়, এতে হয়রানি বাড়ে, যানজটও হয়। তিনি বলেন, অটোমেশিনের মাধ্যমে তা আদায় হলে দুর্নীতি হবে না। প্রত্যেক গাড়িতে একটা ডিভাইস থাকবে। এর মাধ্যমে তারা টোল পরিশোধ করবে।

সর্বশেষ খবর