জমকালো উদ্বোধনের রেশ এখন রয়ে গেছে মিরপুর স্টেডিয়ামে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিপিএলের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান, ক্যাটরিনা কাইফ। তাদের উন্মাদনায় মাতোয়ারা হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দুই তারকার পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে এখনো মিরপুর স্টেডিয়ামে। তবে উপস্থাপকের পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা এদিক-ওদিক। তিন দিন আগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজ মাঠে গড়াচ্ছে সাত দলের টি-২০ টুর্নামেন্টটি। সূচনায় মুখোমুখি হবে চার দল। দিনের প্রথম ম্যাচে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার এবং সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। মাসব্যাপী বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ১৭ জানুয়ারি। সাত দলের ছয়টিরই কোচ বিদেশি। হার্সেল গিবস, পল নিক্সন, ওয়াইজ শাহ, মার্ক ও’ ডোনেলরা চলে এসেছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে চলে এসেছেন আন্দ্রে রাসেল, মোহাম্মদ নবীরা। আসছেন অন্যরাও। দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে বঙ্গবন্ধু বিপিএল যখন বাড়তি আবেদন ছড়াচ্ছে, তখন খেলছেন না দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জুয়াড়ির সঙ্গে আলাপচারিতা লুকানোর অভিযোগে সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে নিশ্চিত করেই আবেদন কমছে বিপিএলের। তার পরও বিসিবি চাইছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের বিশেষ আসরটি যেন সফল হয়। ফাইনালসহ ৪৫টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। মিরপুর একাডেমি মাঠে সব দল ভাগ-ভাটোয়ারা করে অনুশীলন করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। অনুশীলন শেষে ছয় দলের অধিনায়ক ফটোসেশনে অংশ নেন। রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন ঢাকার পক্ষে মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে মুমিনুল হক সৌরভ, রাজশাহীর আন্দ্রে রাসেল, খুলনার মুশফিকুর রহিম, সিলেটের মোসাদ্দেক হোসেন সৈকত, চট্টগ্রামের মাহমুদুল্লাহ রিয়াদ ও কুমিল্লার দানুস শানাকা।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল