বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
বঙ্গবন্ধু বিপিএল

প্রথম দিনে আজ লড়বে চার দল

ক্রীড়া প্রতিবেদক

জমকালো উদ্বোধনের রেশ এখন রয়ে গেছে মিরপুর স্টেডিয়ামে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিপিএলের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান, ক্যাটরিনা কাইফ। তাদের উন্মাদনায় মাতোয়ারা হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দুই তারকার পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে এখনো মিরপুর স্টেডিয়ামে। তবে উপস্থাপকের পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা এদিক-ওদিক। তিন দিন আগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজ মাঠে গড়াচ্ছে সাত দলের টি-২০ টুর্নামেন্টটি। সূচনায় মুখোমুখি হবে চার দল। দিনের প্রথম ম্যাচে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার এবং সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। মাসব্যাপী বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ১৭ জানুয়ারি। সাত দলের ছয়টিরই কোচ বিদেশি। হার্সেল গিবস, পল নিক্সন, ওয়াইজ শাহ, মার্ক ও’ ডোনেলরা চলে এসেছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে চলে এসেছেন আন্দ্রে রাসেল, মোহাম্মদ নবীরা। আসছেন অন্যরাও। দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে বঙ্গবন্ধু বিপিএল যখন বাড়তি আবেদন ছড়াচ্ছে, তখন খেলছেন না দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জুয়াড়ির সঙ্গে আলাপচারিতা লুকানোর অভিযোগে সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে নিশ্চিত করেই আবেদন কমছে বিপিএলের। তার পরও বিসিবি চাইছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের বিশেষ আসরটি যেন সফল হয়। ফাইনালসহ ৪৫টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। মিরপুর একাডেমি মাঠে সব দল ভাগ-ভাটোয়ারা করে অনুশীলন করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। অনুশীলন শেষে ছয় দলের অধিনায়ক ফটোসেশনে অংশ নেন। রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন ঢাকার পক্ষে মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে মুমিনুল হক সৌরভ, রাজশাহীর আন্দ্রে রাসেল, খুলনার মুশফিকুর রহিম, সিলেটের মোসাদ্দেক হোসেন সৈকত, চট্টগ্রামের মাহমুদুল্লাহ রিয়াদ ও কুমিল্লার দানুস শানাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর