আসামির সাজা কমানোর বিষয়ে দুটি ধারা থাকলেও এ সংক্রান্ত আবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরকার ইচ্ছা করলে দন্ডিত ব্যক্তির সাজা স্থগিত করতে পারে, খালেদা জিয়ার আইনজীবীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে গতকাল আইনমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চান। এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়া আবেদন করলে সরকার বিবেচনা করতে পারে। আনিসুল হক বলেন, কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউরে (সিআরপিসি) একটা ধারা আছে যেখানে সরকারের কাছে আবেদন করলে পরে সরকার সাজাটা কমিয়ে দিতে পারে। আরেকটি আছে সেখানে সরকার নয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। তবে এ সংক্রান্ত কোনো আবেদন আসার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না। যা বললেন অ্যাটর্নি জেনারেল : খালেদা জিয়ার সাজা স্থগিত বা সাজা কমিয়ে মুক্তি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব বলেন তিনি। মাহবুবে আলম আরও বলেন, তারপরও এ বিষয়ে আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, অনেক দিন সাজা খাটার পর সরকার বিশেষ বিবেচনায় এটা স্থগিত করতে পারে। সাধারণত সাজা সাসপেন্ড করা হয়। সে রকম কেস যদি তারা মেকআউট করতে পারে তবে সেটা সরকার বিবেচনাও করতে পারে। তিনি আরও বলেন, জেলখানায় যারা থাকেন এবং বহুদিন কারাভোগ করেন ৪০১ অনুযায়ী তাদের নানাবিধ বিবেচনায় রিমিশন (লাঘব) দেওয়া হয় এবং অনেক সময় স্থগিতও করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন, কেস মেকআউট করতে পারেন সে ব্যাপারে সরকার দেখবে।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গ
সাজা কমানোর সুযোগ আছে : আইনমন্ত্রী
আবেদন করলে বিবেচনা : অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর