আসামির সাজা কমানোর বিষয়ে দুটি ধারা থাকলেও এ সংক্রান্ত আবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরকার ইচ্ছা করলে দন্ডিত ব্যক্তির সাজা স্থগিত করতে পারে, খালেদা জিয়ার আইনজীবীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে গতকাল আইনমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চান। এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়া আবেদন করলে সরকার বিবেচনা করতে পারে। আনিসুল হক বলেন, কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউরে (সিআরপিসি) একটা ধারা আছে যেখানে সরকারের কাছে আবেদন করলে পরে সরকার সাজাটা কমিয়ে দিতে পারে। আরেকটি আছে সেখানে সরকার নয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। তবে এ সংক্রান্ত কোনো আবেদন আসার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না। যা বললেন অ্যাটর্নি জেনারেল : খালেদা জিয়ার সাজা স্থগিত বা সাজা কমিয়ে মুক্তি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব বলেন তিনি। মাহবুবে আলম আরও বলেন, তারপরও এ বিষয়ে আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, অনেক দিন সাজা খাটার পর সরকার বিশেষ বিবেচনায় এটা স্থগিত করতে পারে। সাধারণত সাজা সাসপেন্ড করা হয়। সে রকম কেস যদি তারা মেকআউট করতে পারে তবে সেটা সরকার বিবেচনাও করতে পারে। তিনি আরও বলেন, জেলখানায় যারা থাকেন এবং বহুদিন কারাভোগ করেন ৪০১ অনুযায়ী তাদের নানাবিধ বিবেচনায় রিমিশন (লাঘব) দেওয়া হয় এবং অনেক সময় স্থগিতও করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন, কেস মেকআউট করতে পারেন সে ব্যাপারে সরকার দেখবে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গ
সাজা কমানোর সুযোগ আছে : আইনমন্ত্রী
আবেদন করলে বিবেচনা : অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর