আসামির সাজা কমানোর বিষয়ে দুটি ধারা থাকলেও এ সংক্রান্ত আবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরকার ইচ্ছা করলে দন্ডিত ব্যক্তির সাজা স্থগিত করতে পারে, খালেদা জিয়ার আইনজীবীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে গতকাল আইনমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চান। এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়া আবেদন করলে সরকার বিবেচনা করতে পারে। আনিসুল হক বলেন, কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউরে (সিআরপিসি) একটা ধারা আছে যেখানে সরকারের কাছে আবেদন করলে পরে সরকার সাজাটা কমিয়ে দিতে পারে। আরেকটি আছে সেখানে সরকার নয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। তবে এ সংক্রান্ত কোনো আবেদন আসার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না। যা বললেন অ্যাটর্নি জেনারেল : খালেদা জিয়ার সাজা স্থগিত বা সাজা কমিয়ে মুক্তি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব বলেন তিনি। মাহবুবে আলম আরও বলেন, তারপরও এ বিষয়ে আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, অনেক দিন সাজা খাটার পর সরকার বিশেষ বিবেচনায় এটা স্থগিত করতে পারে। সাধারণত সাজা সাসপেন্ড করা হয়। সে রকম কেস যদি তারা মেকআউট করতে পারে তবে সেটা সরকার বিবেচনাও করতে পারে। তিনি আরও বলেন, জেলখানায় যারা থাকেন এবং বহুদিন কারাভোগ করেন ৪০১ অনুযায়ী তাদের নানাবিধ বিবেচনায় রিমিশন (লাঘব) দেওয়া হয় এবং অনেক সময় স্থগিতও করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন, কেস মেকআউট করতে পারেন সে ব্যাপারে সরকার দেখবে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গ
সাজা কমানোর সুযোগ আছে : আইনমন্ত্রী
আবেদন করলে বিবেচনা : অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর