আসামির সাজা কমানোর বিষয়ে দুটি ধারা থাকলেও এ সংক্রান্ত আবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরকার ইচ্ছা করলে দন্ডিত ব্যক্তির সাজা স্থগিত করতে পারে, খালেদা জিয়ার আইনজীবীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে গতকাল আইনমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চান। এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়া আবেদন করলে সরকার বিবেচনা করতে পারে। আনিসুল হক বলেন, কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউরে (সিআরপিসি) একটা ধারা আছে যেখানে সরকারের কাছে আবেদন করলে পরে সরকার সাজাটা কমিয়ে দিতে পারে। আরেকটি আছে সেখানে সরকার নয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। তবে এ সংক্রান্ত কোনো আবেদন আসার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না। যা বললেন অ্যাটর্নি জেনারেল : খালেদা জিয়ার সাজা স্থগিত বা সাজা কমিয়ে মুক্তি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব বলেন তিনি। মাহবুবে আলম আরও বলেন, তারপরও এ বিষয়ে আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, অনেক দিন সাজা খাটার পর সরকার বিশেষ বিবেচনায় এটা স্থগিত করতে পারে। সাধারণত সাজা সাসপেন্ড করা হয়। সে রকম কেস যদি তারা মেকআউট করতে পারে তবে সেটা সরকার বিবেচনাও করতে পারে। তিনি আরও বলেন, জেলখানায় যারা থাকেন এবং বহুদিন কারাভোগ করেন ৪০১ অনুযায়ী তাদের নানাবিধ বিবেচনায় রিমিশন (লাঘব) দেওয়া হয় এবং অনেক সময় স্থগিতও করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন, কেস মেকআউট করতে পারেন সে ব্যাপারে সরকার দেখবে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গ
সাজা কমানোর সুযোগ আছে : আইনমন্ত্রী
আবেদন করলে বিবেচনা : অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর