যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) সাইয়েমা হাসান শুক্রবার যে তিন বয়স্ক নাগরিককে অপমান করেছিলেন, তাদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে গতকাল দুপুরে ওই তিনজনের বাড়িতে যান। এ সময় প্রধানমন্ত্রীর ‘জমি আছে বাড়ি নেই’ প্রকল্পের আওতায় ওই তিনজনকে তিনটি ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। ইউএনও আহসান উল্লাহ শরিফী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ও মণিরামপুর থানার ওসি দক্ষিণ লাহিড়ী গ্রামের আসমানতুল্লাহ ও বাবর আলী এবং দক্ষিণ শ্যামকুড় গ্রামের নূর আলী গাজীর বাড়িতে যাই। এসি ল্যান্ড কর্তৃক অপমান করার ঘটনায় আমরা ওই তিনজনের কাছে ক্ষমা প্রার্থনা করি।’ ইউএনও বলেন, ‘তাদের সম্মান যেটুকু নষ্ট হয়েছে, তা তো ফেরত দেওয়ার মতো নয়, এর পরও তারা তিনজনই যেহেতু দরিদ্র, প্রধানমন্ত্রীর ‘জমি আছে ঘর নেই’ প্রকল্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি আমরা তাদের দিয়েছি। আগামী কয়েক দিন তাদের খাওয়ায় যেন কোনো সমস্যা না হয় সে বিষয়টিও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি।’ এদিকে এর আগেই মণিরামপুরের এসি ল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অফিস খোলার পর তদন্ত করে সাইয়েমা হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সাইয়েমা হাসানের স্থলে কাজ করতে যশোরের সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, জনসমাগম নিয়ন্ত্রণে শুক্রবার বিকালে মণিরামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায় এসি ল্যান্ড সাইয়েমা হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। চিনেটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন তিন বয়স্ক ব্যক্তি। তাদের কারও মুখে মাস্ক ছিল না। পুলিশ তাদের সাইয়েমা হাসানের সামনে হাজির করলে তিনি শাস্তি হিসেবে ওই তিনজনকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। এ দৃশ্য সাইয়েমা হাসান নিজেই তার মুঠোফোনে ধারণ করেন। শুক্রবার রাতে সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
শিরোনাম
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের