যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) সাইয়েমা হাসান শুক্রবার যে তিন বয়স্ক নাগরিককে অপমান করেছিলেন, তাদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে গতকাল দুপুরে ওই তিনজনের বাড়িতে যান। এ সময় প্রধানমন্ত্রীর ‘জমি আছে বাড়ি নেই’ প্রকল্পের আওতায় ওই তিনজনকে তিনটি ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। ইউএনও আহসান উল্লাহ শরিফী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ও মণিরামপুর থানার ওসি দক্ষিণ লাহিড়ী গ্রামের আসমানতুল্লাহ ও বাবর আলী এবং দক্ষিণ শ্যামকুড় গ্রামের নূর আলী গাজীর বাড়িতে যাই। এসি ল্যান্ড কর্তৃক অপমান করার ঘটনায় আমরা ওই তিনজনের কাছে ক্ষমা প্রার্থনা করি।’ ইউএনও বলেন, ‘তাদের সম্মান যেটুকু নষ্ট হয়েছে, তা তো ফেরত দেওয়ার মতো নয়, এর পরও তারা তিনজনই যেহেতু দরিদ্র, প্রধানমন্ত্রীর ‘জমি আছে ঘর নেই’ প্রকল্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি আমরা তাদের দিয়েছি। আগামী কয়েক দিন তাদের খাওয়ায় যেন কোনো সমস্যা না হয় সে বিষয়টিও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি।’ এদিকে এর আগেই মণিরামপুরের এসি ল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অফিস খোলার পর তদন্ত করে সাইয়েমা হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সাইয়েমা হাসানের স্থলে কাজ করতে যশোরের সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, জনসমাগম নিয়ন্ত্রণে শুক্রবার বিকালে মণিরামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায় এসি ল্যান্ড সাইয়েমা হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। চিনেটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন তিন বয়স্ক ব্যক্তি। তাদের কারও মুখে মাস্ক ছিল না। পুলিশ তাদের সাইয়েমা হাসানের সামনে হাজির করলে তিনি শাস্তি হিসেবে ওই তিনজনকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। এ দৃশ্য সাইয়েমা হাসান নিজেই তার মুঠোফোনে ধারণ করেন। শুক্রবার রাতে সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
সেই এসি ল্যান্ড প্রত্যাহার
তিন বয়স্ক নাগরিকের বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা ইউএনওর
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর