রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

যে যার এলাকায় অবস্থান করুন

নিজস্ব প্রতিবেদক

যে যার এলাকায় অবস্থান করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ধৈর্য, সাহসিকতা ও সচেতনতার মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। তিনি বলেন, এই ভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক সমস্যা আমাদের দেশকেও গ্রাস করেছে। শত বছরের ইতিহাসে এটি ভয়াবহতম মানবিক বিপর্যয়ের ঘটনা। প্রতিনিয়ত দেশে করোনা সংক্রমণজনিত স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে। এর আগেও বিশ্বে এ ধরনের স্বাস্থ্য বিপর্যয় হয়েছে। প্লেগ-কলেরা-স্প্যানিস ফ্লুর মতো মহামারী মোকাবিলা করে মানব সভ্যতা টিকে আছে। আল্লাহর অসীম রহমতে এবারও আমরা করোনা দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকব- এই বিশ্বাস আমাদের আছে। গতকাল এক বিবৃতিতে দেশবাসীকে নিরাপদ রাখার জন্য স্ব-স্ব এলাকায় অবস্থান করে স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে জাপা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। অপর এক বিবৃতিতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা হাসিবুল ইসলাম জয় প্রাইভেট মেডিকেলগুলোকে সরকারের আওতায় এনে আইসিইউর চিকিৎসা উপযোগী করার দাবি জানান।

সর্বশেষ খবর