মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

অক্টোবরের মধ্যেই টিকা আনার লক্ষ্য

প্রতিদিন ডেস্ক

অক্টোবরের মধ্যেই টিকা আনার লক্ষ্য

চীন ডিসেম্বরের মধ্যে করোনা প্রতিরোধক ভ্যাকসিন বাজারে ছাড়ার আভাস দেওয়ার পর এবার মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার-এর পক্ষ থেকে অক্টোবরের মধ্যেই করোনার টিকা আনার কথা জানিয়েছে। সূত্র : রয়টার্স। ফাইজারের এক কর্মকর্তা ইসরায়েলের একটি সংবাদপত্রকে দেওয়া ধারণায় জানিয়েছেন, অক্টোবরের মধ্যেই বাজারে আসতে পারে করোনার টিকা। ফাইজার এখন জার্মান ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োএনটেক-এর সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি ওষুধ আবিষ্কারের কাজ চালাচ্ছে। করোনাভাইরাস প্রতিহত করার টিকাটি চিকিৎসকদের ছাড়পত্র পেয়েছে। এবার মানুষের শরীরে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। শুধু ফাইজার সংস্থা নয়, ইউকের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা দাবি করেছে, তারাও করোনাভাইরাস প্রতিরোধের টিকা আবিষ্কার করার কাজে অনেকটাই এগিয়ে গেছে। সহায়তায় রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এ বছরের শেষেই মানুষের শরীরে প্রয়োগ করা যাবে সেই টিকা। শিম্পাঞ্জির সর্দি-জ্বরের কারণ হয় এমন অ্যাডিনোভাইরাসের সঙ্গে করোনার জিনগত বস্তুর মিলন ঘটিয়ে টিকা তৈরির কাজ চালাচ্ছেন তারা। তবে এই কাজে সব থেকে এগিয়ে মার্কিন সংস্থা মডার্না ইনক। তাদের টিকা এরই মধ্যে আক্রান্তদের ওপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ে ৬০০ জন সুস্থ মানুষের ওপর প্রয়োগ করা হবে। উল্লেখ্য, করোনা প্রতিরোধে বিশ্বে ১২৫টি টিকা তৈরির প্রচেষ্টা চলছে। ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা ১০টি টিকার মধ্যে সব কটিরই প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

সর্বশেষ খবর