সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মিডিয়ায় আমার বক্তব্য কাটপিস করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মিডিয়ায় আমার বক্তব্য কাটপিস করা হয়েছে

বিভিন্ন গণমাধ্যমে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমার বক্তব্য কাটপিস করে প্রকাশ করা হয়েছে। সেই কাটপিসকে তুলে ধরে সামনের অংশ, পেছনের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে যার যেখানে যতটুকু প্রয়োজন, ততটুকু নিয়ে মনের                 মাধুরী দিয়ে বিস্তারিত লিখেছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এর সঙ্গে আমার দল এবং আমি কোনো দায়দায়িত্ব বহন করি না। যারা বলছেন, যারা লিখেছেন, এর জন্য তারাই দায়দায়িত্ব বহন করবেন।’ গতকাল বিকালে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এ অভিযোগ করেন। সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনীর উদ্যোগে শনিবার এক ভার্চুয়াল আলোচনায় দেওয়া বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে তিনি এ সম্মেলন করেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কাইয়ুম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে যে বক্তব্য মিডিয়ায় এসেছে, সেটি আমি সরকারকে কটাক্ষ করে বলেছি। সরকার করেনি, তাহলে কে করেছে খুঁজে বের করে দেওয়া হোক। আমি তা-ই বলেছি।’ এ সময় গণমাধ্যমে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমার বক্তব্য শনিবার যারা শুনেছেন, তারা হয়তো বুঝে উঠতে পারেননি। কিংবা আমিই হয়তো তাদের বোঝাতে পারিনি। তবে আমি যা বলেছি, ঠিকই বলেছি। আমার বক্তব্য খন্ডিতভাবে প্রচার করা হয়েছে। একটি গণমাধ্যম লিখেছে, ছয় ঘণ্টা পর আব্বাসের ইউটার্ন। মির্জা আব্বাস ইউটার্ন করে না। যা বলেছি, ঠিক বলেছি।’ মির্জা আব্বাস বলেন, ‘একটি পত্রিকায় ছাপা হয়েছে, ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতা দায়ী। এ কথা কি আমি বলেছি? কেউ কি প্রমাণ করতে পারবে।

অসম্ভব, সম্ভব নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার কথা বিকৃত করা হয়েছে। পত্রিকায় এসেছে- সরকার বা আওয়ামী লীগ ইলিয়াসকে গুম করেনি। এ কথাও আমি বলিনি। আমার বক্তব্যকে বিকৃত করে পেঁচিয়ে লেখা হয়েছে, টুইস্ট করা হয়েছে। বিএনপির নেতারাই ইলিয়াস আলীকে গুম করেছেন- বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য হয়ে আমার পক্ষে কি এমন বক্তব্য দেওয়া সম্ভব? অর্থাৎ নিজের মাথায় নিজের বোমা ফাটানো- এটা সম্ভব নয়।’ মির্জা আব্বাস বলেন, ‘আজ সকালে ইলিয়াস আলীর বাসায় গেছেন একদল সাংবাদিক। তাঁর স্ত্রীকে গিয়ে রীতিমতো চার্জ করেছেন, বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে। এটাই বা কেন? কী এমন ঘটনা ঘটল যে হঠাৎ করে এ বিষয়টি নিয়ে এত মাথা ঘামাতে হবে?’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর