বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পালানোর সময় স্বর্ণ দ্বীপে আটকা ৪৭ রোহিঙ্গা তিন দিন পর উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ট্রলারযোগে পালিয়ে যাওয়ার সময় স্বর্ণদ্বীপে আটকা পড়া শিশু, নারী ও পুরুষসহ ৪৭ জনকে তিন দিন পর উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড ও পুলিশ গতকাল বেলা সাড়ে ১১টায় তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে আনে। এসব রোহিঙ্গার মধ্যে ২৫ জন শিশু, ১২ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ভাসানচর থেকে নদীপথে ট্রলারে পালিয়ে যাওয়ার উদ্দেশে ৪৭ রোহিঙ্গা বের হন। এ সময় নৌকার মাঝি তাদের ৩৫ কিলোমিটার দূরে স্বর্ণদ্বীপে (সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প) বাগানের মধ্যে নামিয়ে কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে সোমবার রাতে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এরপর পার্শ¦বর্তী সন্দ্বীপ থেকে কোস্টগার্ডের একটি দল স্বর্ণদ্বীপ পৌঁছে রোহিঙ্গাদের শুকনো খাবার ও পানি সরবরাহ করে।

মঙ্গলবার রাতে ভাসানচর থেকে কোস্টগার্ডের একটি দল ও পুলিশ ট্রলার নিয়ে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার  জন্য সেখানে যায়। তবে, নদীতে জোয়ার না থাকার কারণে রাতে রোহিঙ্গাদের নিয়ে ফেরা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর