রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত ঘর মন্দির পুনর্নির্মাণ করে দিন

নিজস্ব প্রতিবেদক

ক্ষতিগ্রস্ত ঘর মন্দির পুনর্নির্মাণ করে দিন

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, হিন্দুদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও  মন্দির সরকারিভাবে পুনর্নির্মাণ করে দিতে হবে। কুমিল্লায় কোরআন অবমাননা, বিভিন্ন স্থানে মন্দির ও মূর্তি ভাঙা, রংপুরে আগুন দেওয়ার বিষয়টি তদন্ত করতে হবে। তদন্ত রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করে অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। গতকাল রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ২৭ অক্টোবর দেশের চলমান সংকট ও তা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সর্ব-মহলের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, পেশাজীবী ও সমাজকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে বলে জানান চরমোনাই পীর। এ সময় দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর