বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জ্বালানির মতো খাদ্যশস্যের দামও বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

জ্বালানির মতো খাদ্যশস্যের দামও বাড়ছে

দেশে জ্বালানির দাম যেভাবে বাড়ছে, একইভাবে খাদ্যশস্যের দামও বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। একই সঙ্গে প্রসঙ্গক্রমে তিনি বলেন, অচিরেই পুঁজিবাজারে সরকারি শেয়ার আসার সম্ভাবনা নেই। তিনি বলেন, বাজারে যখন কোনো ভালো শেয়ার থাকে না, তখন একদিকে মার্কেট বেশি চলে যায়। সেজন্য আমরা সরকারি শেয়ার বাজারে আনার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দেখা গেল, আমাদের মার্কেটে যে পরিমাণ শেয়ার থাকা দরকার ছিল তা রয়েছে। সেজন্য সরকারকে আর সেই কাজ করতে হয়নি। সরকারি শেয়ার পুঁজিবাজারে ছাড়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাজারে সমস্যা থাকলে, ভালো শেয়ার না থাকলে সরকার সহায়তা দিয়ে বাজার ভারসাম্য রাখে। সেজন্য সরকারি শেয়ার ছাড়ার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বাজারে এখন ভালো শেয়ার আছে। তাই সরকারি শেয়ার ছাড়তে হয়নি। তিনি বলেন, সারা বিশ্বেই শেয়ারবাজার একইভাবে নিয়ন্ত্রণ করা হয়। লাভের জন্য আপনি আসবেন, ঝুঁকির বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে। সরকারের পক্ষ থেকে শেয়ারবাজারকে যে সাপোর্ট দেওয়ার দরকার তা দিয়ে যাবে। তবে কেউ যদি অনেক লাভের জন্য কোনো কিছু চিন্তা না করেই বিনিয়োগ করেন তাহলে তো হবে না। সবকিছু হিসাব-নিকাশ করে বিনিয়োগ করতে হবে। আমি সবসময় বলি সবাই বুঝেশুনে শেয়ারবাজারে আসবেন।

তরলায়িত প্রাকৃতিক গ্যাস বা এলএমজি নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মূল্যস্ফীতি আমাদের ধারণার মধ্যেই আছে। সবমিলিয়ে মূল্যস্ফীতি বাড়েনি। আমরা প্রতিনিয়ত এটা পর্যালোচনা করেই আপডেট নিই। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে জ্বালানির দাম যেভাবে বাড়ছে, খাদ্যশস্যের দামও সেভাবে বাড়ছে। ডলারের দামের ব্যাপারে তিনি বলেন, ডলারের দাম তো আমরা নির্ধারিত করে রাখিনি। এটা নির্ধারিত না। এটা চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। চাহিদা যদি বেশি থাকে আর সরবরাহ যদি কম হয় তাহলে ডলারের দাম বাড়বে। এটা স্বাভাবিকভাবেই সামঞ্জস্য করে নেয়। অতীত থেকে আমরা যেভাবে করে আসছি, সেভাবেই হয়ে আসছে। এখানে আইএমএফ কী বলেছে, আমি জানি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর